ভালো মানের চিংড়ি বালাচাও চেনার উপায়

Balachaomaker

আসুন জেনে নেই ভালো মানের চিংড়ি বালাচাও চেনার উপায়।

১। বালাচাও ঝরঝরে না হলে সেটা না কেনাই ভালো।

২। বয়ামের গায়ে তৈলাক্ত উপকরণ লেগে থাকলে সেটি পরিহার করুন।

৩। তেল চুপচুপে বালাচাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বয়ামের নিচের দিকে তেল জমে থাকলে সেটা কেনা উচিত নয়।

৪। স্বনামধন্য বালাচাও মেন্যুফেকচারের কাছ থেকে বালাচাও কেনা উচিত।

৫। অতিরিক্ত পেঁয়াজ বেরেস্তা মিশ্রিত বালাচাও না কেনাই ভালো।

৬। ৭০-৮০ শতাংশ চিংড়ি না থাকলে সেই বালাচাও অর্ডার না করাই ভালো।

৭। পুরাতন তেলে ভাঁজা বালাচাও এর রঙ কালচে হয়। কালচে রঙের বালাচাও অর্ডার না করাই শ্রেয়।  

৮। পুড়ে যাওয়া বেরেস্তা মিশ্রিত বালাচাও পরিহার করুন।

৯। অতিরিক্ত গুঁড়া মশলায় প্রস্তুত লাল রঙের বালাচাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

১০০% শ্রিম্প বালাচাও। বালাচাওপ্রেমীদের অভিযোগ বালাচাও এ পেঁয়াজ বেরেস্তার আধিক্যই বেশি। বয়ামে চিংড়ি নেই বললেই চলে।

একমাত্র বালাচাওমেকার ই নিশ্চিত করছে ১০০% শ্রিম্প বালাচাও

কোন প্রকার পেঁয়াজ বেরেস্তা এবং অন্য মাছের সংমিশ্রণ ছাড়াই প্রস্তুত হয় ১০০% শ্রিম্প বালাচাও।

হোম-প্রসেসড স্পাইসের অসাধারণ কম্বিনেশনে প্রস্তুত হয় এই ১০০% শ্রিম্প বালাচাও

রোস্টেড শ্রিম্প, গোল্ডেন গার্লিক এন্ড অনিওন চিপস্ বাড়িয়ে দেয় প্রিমিয়াম শ্রিম্প বালাচাও এর স্বাদ।

হোম-প্রসেসড স্পাইসের অসাধারণ এক কম্বিনেশন। 

এছাড়াও আমাদের রয়েছে স্ট্যান্ডার্ড, স্পাইসি, এক্সট্রা শ্রিম্প, থাই ওরিয়েন্টাল, কাশ্মীরি ক্যাটাগরি।

এছাড়া আপনার পছন্দসই কাস্টমাইজড শ্রিম্প বালাচাও প্রস্তুত সম্ভব আমদের সাথেই।

যোগাযোগ ০১৬৭৩৩৭৫৫৯৪

প্রয়োজনে ফেসবুক পেজে যোগাযোগ করুন।

দীর্ঘ ৫ বছর ধরে সুনামের সাথে আমরা কেবলমাত্র শ্রিম্প বালাচাও প্রস্তুত করি।

প্রায় ৫০০ এর অধিক কাস্টমার বালাচাওমেকার থেকে নিয়মিত শ্রিম্প বালাচাও অর্ডার করে থাকেন।

বিদেশে অবস্থানরত প্রবাসী নিয়মিত বালাচাওমেকার থেকে শ্রিম্প বালাচাও অর্ডার করে। এভাবেই আমাদের বালাচাও পৌঁছে যাচ্ছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে।

এছাড়া আমরা দেশের অন্যতম স্পাইসি বালাচাও প্রস্তুতকারক।

1 COMMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *