বালাচাওমেকার বাংলাদেশের একমাত্র ১০০% শ্রিম্প নিশ্চিতকারী বালাচাও মেন্যুফেকচারিং ব্র্যান্ড

বালাচাওমেকার

১০০% শ্রিম্প বালাচাও। বালাচাওপ্রেমীদের অভিযোগ বালাচাও এ পেঁয়াজ বেরেস্তার আধিক্যই বেশি। চিংড়ির দেখা নেই বললেই চলে। অভিযোগ রয়েছে অপ্রত্যাশিত মাছের উপস্থিতি।

একমাত্র বালাচাওমেকার ই নিশ্চিত করছে ১০০% শ্রিম্প বালাচাও

কোন প্রকার পেঁয়াজ বেরেস্তা এবং অপ্রত্যাশিত মাছের সংমিশ্রণ ছাড়াই প্রস্তুত হয় আমাদের ১০০% শ্রিম্প বালাচাও।

এছাড়া আমরা দেশের অন্যতম স্পাইসি বালাচাও প্রস্তুতকারক।

দীর্ঘ বছর ধরে সুনামের সাথে বিভিন্ন ক্যাটাগরি বালাচাও প্রস্তুত করে আসছি

প্রায় ৪০০ এর অধিক কাস্টমার বালাচাওমেকার থেকে নিয়মিত বালাচাও অর্ডার করে থাকেন।

বিদেশে অবস্থানরত আত্মীয় স্বজনের প্রতিনিয়ত অর্ডার গ্রহণ করছি আমরা। এভাবেই আমাদের বালাচাও পৌঁছে যাচ্ছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে।

কক্সবাজার এবং চট্টগ্রামের মানুষের কাছে বালাচাও সুপরিচিত।

শহুরে মানুষের কাছেও বালাচাও বেশ পরিচিত। অধিকাংশ মানুষ অসম্ভব ভালো লাগা থেকেই বালাচাও খেয়ে থাকেন।

তবে বালাচাও এর অথেনটিক স্বাদ অনেকেরই অজানা

বালাচাও এর স্বাদ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। রয়েছে প্রচলিত কিছু অভিযোগ। যেমন বালাচাও এ চিংড়ি নেই বললেই চলে। পেঁয়াজের বেরেস্তাই বেশি। অল্প সময়ে বালাচাও ক্রিসপিনেস কমে গেছে। কখনও বালাচাও এ বালির উপস্থিতি পাওয়া যায়। নিন্ম মানের চিংড়ি শুঁটকি ব্যবহারের কারনেই এমন হয়।

সেক্ষেত্রে বালাচাওমেকার ভিন্ন।

হোম-প্রসেসড স্পাইসের অসাধারণ কম্বিনেশনে প্রস্তুত হয় আমাদের বালাচাও। রোস্টেড শ্রিম্প, গোল্ডেন গার্লিক এন্ড অনিওন চিপস্ নিশ্চিত করে প্রিমিয়াম বালাচাও এর স্বাদ। প্রস্তুত হয় অথেনটিক বালাচাও।

একটি এক্সক্লুসিভ ফিউশন ফুড হিসেবে বালাচাওকে পরিচিত করাই আমাদের উদ্দেশ্য

হোম-প্রসেসড স্পাইসের অসাধারণ কম্বিনেশনে প্রস্তুত হয় আমাদের বালাচাও। রোস্টেড শ্রিম্প, গোল্ডেন গার্লিক চিপস্ নিশ্চিত করে প্রিমিয়াম বালাচাও এর স্বাদ। প্রস্তুত হয় অথেনটিক বালাচাও।

এছাড়াও আমাদের রয়েছে স্ট্যান্ডার্ড, স্পাইসি, এক্সট্রা শ্রিম্প, থাই ওরিয়েন্টাল, কাশ্মীরি ক্যাটাগরি। এছাড়া আপনার পছন্দসই কাস্টমাইজড বালাচাও প্রস্তুত সম্ভব আমদের সাথেই।

যোগাযোগ ০১৬৭৩৩৭৫৫৯৪

ফেসবুক পেজ

1 COMMENT

    You actually make it appear really easy along with your presentation however I in finding this matter to be actually something that I believe I would never understand. It seems too complicated and very extensive for me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *